Open Study Group
বাংলা আর্টিক্যালস! পড়ুন, বুঝুন, জানুন ও লিখুন:
Open Study Group
আলহামদুলিল্লাহ! সেকেন্ড সেমিস্টারের সব নোট রেডি। একটানা ছয় মাস সাধনার পর শেষ করতে পারলাম। মূল বইয়ের চার পৃষ্ঠার প্রশ্নোত্তরকে এক পৃষ্ঠায় এনেছি, গাণিতিক জটিল বিষয়কে সহজ সরল ভাবে উপস্থাপন করেছি, বইতে যে প্রশ্নের পয়েন্ট নেই সেখানে পয়েন্ট করেছি, সর্বোপরি সহজে যাতে আমরা পরীক্ষা প্রস্তুতি নিতে পারি তার জন্য চেষ্টার কোনো কমতি ছিল না। তথ্য ও টাইপিং এর ভুল এক শতাংশের নিচে নামিয়ে আনতে পারছি। এজন্য বহু পরিশ্রম করতে হয়েছে। বিশেষ করে কার্য ব্যবস্থাপনার সিলেবাস অনুসরণে মূল বইয়ের অবিকল বই লিখেছি, একই সাথে হ্যান্ড নোটেরও কাজ হবে। প্রত্যেকটি বিষয় যেহেতু টেকনিক্যাল ও গাণিতিক তাই পরিশ্রমটা একটু বেশি হয়েছে। বিস্তারিত দেখতে পারেন: https://www.aminkhan.net/my-handnote তাছাড়া সেই অষ্টম ব্যাচ থেকে চলমান ফার্স্ট সেমিস্টারের হ্যান্ডনোট গুলোর নতুন সংস্করণ (১০ম ব্যাচের) বের করা হয়েছে। অষ্টম ও নবম ব্যাচের জন্য পৃথক দুটি সাজেশন বইও রেডি। বিস্তারিত দেখতে পারেন: https://www.aminkhan.net/suggestions-book এখন কোর্স শেষ করার পালা। পরীক্ষার বেশিদিন নেই। আপনাদের সাথে নিয়ে অতি দ্রুত সেকেন্ড সেমিস্টারের কোর্স একবার, দুইবার, বারবার শেষ করতে চাই। দশম ও নবম ব্যাচের ফার্স্ট সেমিস্টারের অনলাইন ক্লাসও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বারবার আপনাদের কোর্সও শেষ করা হবে ইনশাআল্লাহ।
Class routine
Class schedule
Online Class No.: 154-155
Date: 15. 09. 2025
বিস্তারিত জানতে ছবির উপর ক্লিক করুন