Open Study Group - OSG
বাংলা আর্টিক্যালস! পড়ুন, বুঝুন, জানুন ও লিখুন:
Open Study Group - OSG
আলহামদুলিল্লাহ! সেকেন্ড সেমিস্টারের সব নোট রেডি! একটানা ছয় মাস সাধনার পর শেষ করতে পারলাম। মূল বইয়ের চার পৃষ্ঠার প্রশ্নোত্তরকে এক পৃষ্ঠায় এনেছি, গাণিতিক জটিল বিষয়কে সহজ সরল ভাবে উপস্থাপন করেছি, বইতে যে প্রশ্নের পয়েন্ট নেই সেখানে পয়েন্ট করেছি, সর্বোপরি সহজে যাতে আমরা পরীক্ষা প্রস্তুতি নিতে পারি তার জন্য চেষ্টার কোনো কমতি ছিল না। তথ্য ও টাইপিং এর ভুল শূণ্যে নামিয়ে আনতে পারছি। এজন্য বহু পরিশ্রম করতে হয়েছে। নোটগুলো এপিঠ-ওপিঠ ছাপানো হয়েছে লেজার প্রিন্টিং এর মাধ্যমে। ফন্ট সাইজ ছোট করা হয়েছে। এর ফলে সহজে বহনযোগ্য, যা আপনি অফিসে নিয়ে যেতে পারবেন, যখন সুযোগ পাবেন পড়তে পারবেন। বিশেষ করে কার্য ব্যবস্থাপনার বাউবির সিলেবাস অনুসরণে মূল বইয়ের অবিকল বই লিখেছি, একই সাথে হ্যান্ডনোটেরও কাজ হবে। সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি বিষয় যেহেতু টেকনিক্যাল ও গাণিতিক তাই পরিশ্রমটা একটু বেশি হয়েছে। তাছাড়া সেই অষ্টম ব্যাচ থেকে চলমান ফার্স্ট সেমিস্টারের হ্যান্ডনোটগুলোর সম্পূর্ণ নতুন সংস্করণ বের করা হয়েছে। অষ্টম ও নবম ব্যাচের জন্য পৃথক দুটি সাজেশন বইও রেডি যার ট্রিপল স্টার ও ডাবলস্টার মার্কিং প্রশ্নগুলো পড়লেই আপনার কমন পড়বে আশা করি ইনশাআল্লাহ। এখন কোর্স শেষ করার পালা। পরীক্ষার বেশিদিন নেই। আপনাদের সাথে নিয়ে অতি দ্রুত সেকেন্ড সেমিস্টারের কোর্স একবার, দুইবার, বারবার শেষ করতে চাই। দশম ও নবম ব্যাচের ফার্স্ট সেমিস্টারের অনলাইন ক্লাসও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ব্যবসায় পরিসংখ্যানসহ সব বিষয়ের কোর্স বারবার শেষ করা হবে ইনশাআল্লাহ। আমার অনলাইন ক্লাসগুলো করতে সরাসরি জয়েন করুন টেলিগ্রামে। প্রতিদিনের পড়াশোনার আপডেট জানতে লাইভ দেখুন এই পাতায়। যারা কর্মব্যস্ততার কারণে ক্লাসগুলো করতে পারবেন না তারা youtube চ্যানেল থেকে তা দেখে নিতে পারবেন। অর্থাৎ এমবিএ বাংলা প্রোগ্রাম ভালোভাবে সম্পন্ন করার জন্য ওএসজির মাধ্যমে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবকিছুর উপর একটা কথা বলতে চাই- গাইড বই, সাজেশন বইসহ যা কিছু শিক্ষা উপকরণ আমি আপনাদের সরবরাহ করি তা শতভাগ মানসম্মত। আমার ক্লাসগুলোতে যারা থেকেছেন তারা আশা করি এর সত্যতা পাবেন।
Class schedule
Online Class No.: 176, 177, 178
Date: 02. 11. 2025
ব্যবসায় পরিসংখ্যান
এ সপ্তাহে প্রথম অধ্যায় থেকে আমরা যা যা পড়বো:
১. দৈব চলক কি? প্রকারভেদ সংজ্ঞাসহ বর্ণনা করুন।
২. বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন দৈব চলকের পার্থক্য লিখুন।
৩. সম্ভাবনা বিন্যাস ব্যাখ্যা করুন।
৪. দ্বিপদী বিন্যাস কাকে বলে, দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য বা শর্তসমূহ লিখুন। দ্বিপদী বিন্যাস এর ব্যবহার লিখুন।
৫. দ্বিপদী বিন্যাসের গড় ও দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক নির্ণয় করুন।
৬. প্রমাণ করুন দ্বিপদী বিন্যাসের গড় ভেদাংক অপেক্ষা বড়।
৭. পৈঁসু বিন্যাসের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখুন।
আরও পড়ুন:
১. তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাস
২. পৈঁসু বিন্যাসের ব্যবহার
৩. পৈঁসু বিন্যাসের গড়, ভেদাংক নির্ণয় ও পৈঁসু বিন্যাস সম্পর্কিত উপপাদ্য
৪. দ্বিপদী বিন্যাস কখন পৈঁসু বিন্যাসে রূপান্তরিত হয়?
নিচের অঙ্কসমূহ মূল বইয়ের উদাহরণ ও অনুশীলনী থেকে প্র্যাকটিস করুন:
১. দ্বিপদী বিন্যাসের সমস্যাবলি ও সমাধানসমূহ, পৃষ্ঠা: ২৫
২. পৈঁসু বিন্যাসের সমস্যাবলি ও সমাধানসমূহ, পৃষ্ঠা: ৩১
(ব্যাচ ভেদে এখান থেকে প্রশ্নের সংখ্যা কমানো হবে, সে ক্ষেত্রে প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা ওএসজি থেকে প্রকাশিত সাজেশন বই ফলো করবেন।)
উচ্চতর হিসাববিজ্ঞান
অধ্যায় ১: হিসাববিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা
এ সপ্তাহে প্রথম অধ্যায় থেকে আমরা যা যা পড়বো:
১. হিসাববিজ্ঞানে আর্থিক ও অআর্থিক ঘটনা বলতে কি বুঝেন?
২. হিসাববিজ্ঞানের পরিধি ও সীমাবদ্ধতা আলোচনা করুন।
৩. হিসাববিজ্ঞানে আর্থিক ও অআর্থিক ঘটনার মধ্যকার পার্থক্যগুলো কী কী?
৪. হিসাববিজ্ঞানের উদ্দেশ্যগুলো আলোচনা করুন।
৫. হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করুন।
৬. হিসাববিজ্ঞান কাকে বলে? হিসাববিজ্ঞানের কার্যাবলী আলোচনা করুন। / হিসাববিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীসমূহ আলোচনা করুন।
৭. হিসাববিজ্ঞানে তথ্যের উৎসসমূহ কী কী?
৮. হিসাববিজ্ঞান তথ্য কী? হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা? কেন তারা এ তথ্য ব্যবহার করেন? ব্যাখ্যা করুন।
৯. হিসাববিজ্ঞান তথ্যের আবশ্যকীয় গুণাবলীসমূহ কী কী?
১০. হিসাববিজ্ঞানের শাখাসমূহ কী কী?
(ব্যাচ ভেদে এখান থেকে প্রশ্নের সংখ্যা কমানো হবে, সে ক্ষেত্রে প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা ওএসজি থেকে প্রকাশিত সাজেশন বই ফলো করবেন।)
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
অধ্যায় ১: হিসাববিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা
এ সপ্তাহে প্রথম অধ্যায় থেকে আমরা যা যা পড়বো:
১. কেন একজন ব্যবস্থাপকের তথ্য ব্যবস্থা অধ্যয়ন করা উচিত?
২. ডিএসএস (DSS) এবং ইএসএস (ESS) বলতে কী বুঝায়? এর মধ্যে পার্থক্য নির্দেশ করুন।
৩. ব্যবস্থাপকদের নিকট ডিএসএস (DSS) এবং ইএসএস (ESS) তথ্য ব্যবস্থার গুরুত্ব কী?
৪. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলতে কী বুঝায়?
৫. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সাথে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমের সম্পর্ক ব্যাখ্যা করুন।
৬. আচরণিক ও টেকনিক্যাল পদ্ধতি কী? আচরণিক ও টেকনিক্যাল পদ্ধতির মধ্যে পার্থক্য কী?
৭. বিভিন্ন ধরনের সিস্টেম এর বর্ণনা দিন।
৮. একটি প্রতিষ্ঠানে সাধারণত কী কী তথ্য ব্যবস্থা ব্যবহার করা হয়? এগুলোর যে কোনো একটির বিশদ বর্ণনা দিন।
৯. তথ্য কী? ব্যবস্থা বলতে কী বুঝায়?
(ব্যাচ ভেদে এখান থেকে প্রশ্নের সংখ্যা কমানো হবে, সে ক্ষেত্রে প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা ওএসজি থেকে প্রকাশিত সাজেশন বই ফলো করবেন।)
কন্ডিশনাল ক্লাস তথা স্পেশাল ক্লাসের বৈশিষ্ট্য ও শর্তসমূহ:
এক মাসে একটি বই শেষ করার পরিকল্পনা! স্পেশাল ক্লাসের মাধ্যমে তা করা হবে। তবে চলমান ফ্রি ক্লাসে আমরা সব সাবজেক্ট পড়বো। যেটা শনি সোম ও বুধবার সব সেমিস্টারের জন্য চলছে।
তবে স্পেশাল ক্লাসে শুধুমাত্র পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, অর্থনীতি, ফাইন্যান্স, বিজনেস রিসার্চ, এম আই এস সহ জটিল বিষয়গুলো পড়বো।
স্পেশাল ক্লাসের শর্ত সমূহ:
1. যেহেতু আমরা ওএসজি থেকে প্রকাশিত নোট সমূহের আলোকে পড়াশোনা করব তাই আপনার কাছে নোট থাকতে হবে। তা না হলে আপনি আমাদের সাথে তাল মিলাতে পারবেন না।
2. বই খাতা কলম নিয়ে নির্দিষ্ট টাইমে বসতে হবে।
3. পারস্পরিক আলোচনা অর্থাৎ গ্রুপ স্টাডির মাধ্যমে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে উঠতে হবে।
4. সপ্তাহে তিনটা ক্লাস তিন দিন হবার পরে চতুর্থ দিনে পরীক্ষা হবে।
5. বয়স্ক এবং দীর্ঘদিন গ্যাপ দিয়ে যারা পড়তে বসেছেন তারা যাতে বিষয়গুলো বুঝতে পারেন তার জন্য আমাদের সকলের সহযোগিতা থাকবে। তারা বিষয়গুলো না বোঝা পর্যন্ত আমরা পরবর্তী টপিকে যাব না।
6. কোন ক্লাসে কেউ থাকতে না পারলে গ্রুপে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন।
7. OSG Private Teaching নামের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন স্পেশাল পড়াশোনায় অংশগ্রহণ করতে চাইলে।
8. স্পেশাল ক্লাসগুলোর ভিডিওগুলো প্রতিদিন সরবরাহ করা হবে না। আপনাকে সরাসরিই থাকতে হবে।
9. স্পেশাল ক্লাসের পাশাপাশি আপনাকে ফ্রি ক্লাসগুলোতেও উপস্থিত থাকতে হবে কেননা সেখানে সাধারণ বিষয়গুলো সহ জটিল সাবজেক্ট গুলোর পড়াশোনাও চলবে।
10. এই শর্তসমূহের সাথে আপনি মানিয়ে চলতে না পারলে যে কোন সময় স্পেশাল ক্লাস ত্যাগ করতে পারবেন।
স্পেশাল ক্লাসের আয়োজন এর মৌলিক উদ্দেশ্য হলো: পড়াশোনায় আমাদের মনোযোগ বৃদ্ধি করা। সর্বোচ্চ এক মাসের মধ্যে একটা জটিল সাবজেক্ট ভালোভাবে শেষ করা। এক সাবজেক্ট শেষ করে পরবর্তী সাবজেক্টে ধরা। পরীক্ষার আগে যথাসময়ে যাতে ভালোভাবে কোর্সগুলো শেষ হয়ে যায় তার জন্য যারা আন্তরিক তাদের সাথে একত্রিত হওয়া।
আশা করি স্পেশাল ক্লাসের মাধ্যমে আপনি হাসিমুখে পরীক্ষা হলে যেতে পারবেন। আপনাকে কোন অসদুপায় অবলম্বন করতে হবে না। আপনি যতই কর্মব্যস্ত হন, বয়স্ক হন, গ্যাপ নিয়ে পড়তে এসে থাকুন না কেন, আপনার প্রস্তুতি সবচেয়ে ভালো শিক্ষার্থীর মতই সমান হবে। এই প্রত্যাশা রেখে আমাদের স্পেশাল ক্লাসের যাত্রা শুরু।
যারা আগ্রহী সে সকল ফাস্ট, সেকেন্ড ও থার্ড সেমিস্টারের ভাই ও বোনেরা অতিদ্রুত শর্তসাপেক্ষে জয়েন করবেন। গ্রুপ লিংক: t.me/osgPrivateTeaching
স্পেশাল ক্লাসের রুটিন: শুক্র রবি ও মঙ্গলবার তিন দিন এক ঘন্টা বা তার অধিক সময় নিয়ে পড়াশোনা চলবে যেকোনো একটি সাবজেক্টের উপর। আর বৃহস্পতিবার পরীক্ষা অর্থাৎ তিন দিন ধরে পড়া প্রশ্নগুলো একে অপরকে মুখস্ত করে শোনাবো, বুঝিয়ে দেব, প্রয়োজনে লিখব, কেউ কোনো অংশ না বুঝলে আবার রিভিউ করব।
এভাবে ওই সাবজেক্ট সর্বোচ্চ এক মাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে। সাধারণ সাবজেক্টগুলো নয় বরং পরিসংখ্যান, হিসাব-বিজ্ঞান, অর্থনীতি, ফাইন্যান্স, বিজনেস রিসার্চ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সহ জটিল সাবজেক্ট গুলোই স্পেশাল ক্লাসগুলোতে আমরা জায়গায় বসে পড়ে বুঝে শিখে উঠবো। পরীক্ষায় যা যা আসতে পারে ঠিক ততটুকুই পড়বো। ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে ছবির উপর ক্লিক করুন